জুরানপুর অাদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহ শুরু

398

কুমিল্লার দাউদকান্দির জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহ শুরু হয়েছে।

বুধবার সকাল ১০ টায় কলেজের অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম, উপাধ্যক্ষ মো. শাহ আলম ভূঁইয়া ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. কামাল হোসেন কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া সপ্তাহের উদ্বোধন করেন। এই ক্রীড়া সপ্তাহের আওতায় বিভিন্ন ইভেন্ট চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত।

ছবি: জুরানপুর অাদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহ উদ্ভোধন করছেন কলেজের অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম।

১৭ জানুয়ারি ২০১৮, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে বর্ণাঢ্য এই ক্রীড়া আয়োজন। এতে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি, কুমিল্লা-১, (দাউদকান্দি-মেঘনা) আসনের মাননীয় সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া, এমপি। বিশেষ অতিথি থাকবেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অত্র কলেজের দাতা সদস্য মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।

ভিডিও: জুরানপুর অাদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহ উদ্ভোধন করছেন কলেজের অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম, সাথে উপস্থিত ছিলেন কলেজের অন্যান্য শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.