উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে দাউদকান্দিতে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

0 193

 

||নিজস্ব প্রতিনিধি||

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে দাউদকান্দি উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী ও সর্বস্তরের জনগণ, পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার দিবাগত রাতে দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.), দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান, দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, এবং আওয়ামী লীগ ও সহযোগী সকল অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দরা এবং সর্বস্তরের জনগণ শ্রদ্ধা জানান।

প্রসঙ্গত, ভাষা আন্দোলন দমন করতে ১৯৫২ সালের আজকের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ঢাকায় ১৪৪ ধারা জারি করে। ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করেন। সেই মিছিলে গুলি চলে। গুলিতে শহীদ হন সালাম, রফিক, বরকত, জব্বার। তাঁদের স্মরণেই দেশবাসী এই শহীদ মিনারের সামনে এসে বিনম্র শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা-ভালোবাসার ফুলে ছেয়ে যায় মিনারের বেদি।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.