নির্বাচনের পর দাউদকান্দিতে প্রথম আইন-শৃঙ্খলা কমিটির সভা

476

।। নিজস্ব প্রতিনিধি।।

একাদশ সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ টানা তৃতীয়বার সরকার গঠনের পর কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এই প্রথম আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়াতনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা -১ (দাউদকান্দি-মেঘনা) আসনের টানা তৃতীয়বারের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম।

সভায় বাল্যবিবাহ নিরোধ সংক্রান্ত ইউনিয়ন কমিটি সভা নিয়মিত অনুষ্ঠান, শিশু নির্যাতন বন্ধে সতর্ক থাকা, চুরি-ডাকাতি বন্ধে পুলিশের নজরদারি বৃদ্ধি, প্রতি জুমার নামাজের খুৎবার পূর্বে ইমাম কর্তৃক বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধে বক্তব্য, উপজেলার প্রত্যেক মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন ও ছাত্র-ছাত্রী সমাবেশের ব্যবস্থাকরণ, জঙ্গি ও সন্ত্রাসবাদ নিরোধে সতর্ক দৃষ্টিসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় শিশুশ্রম বন্ধে পদক্ষেপ নেয়ার সিদ্ধান্তও গৃহীত হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.