||নিজস্ব প্রতিনিধি||
কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত সহায়ক।
শুক্রবার (২৪ জুন ২০২২) বিকেলে দাউদকান্দিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি শিশুদের উৎসাহ দিয়ে বলেন, তোমরা খেলেছো- দর্শক ও অতিথি সবাই আনন্দ পেয়েছি। সবাই দারুণ উপভোগ করেছি। এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না।
খেলায় বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মহিনুল হাসান।
খেলায় মেয়েদের ফাইনালে সাতারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে সায়েস্তানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়। আর ছেলেদের ফাইনালে নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে হারায় বরকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে।